নতুন উদ্যোগতাদের আমদানি-রপ্তানিতে উৎসাহিত করতে চলছে ফ্রি প্রশিক্ষণ

বর্তমান পৃথিবীতে সব কিছুই অনলাইন ভিত্তিক, আর দিন দিন এই অনলাইন জগতে নতুনদের আগমন অস্বাভাবিক ভাবেই বাড়ছে, এখন আর সবাই শুধুমাত্র সময় কাটানোর জন্য যোগাযোগের মাদ্ধম ব্যবহার করে না। কেউ কেউ আসছে সময় কাটানোর পাশাপাশি মানুসের দৈনন্দিন সকল পণ্য সামগ্রি বিক্রির উদ্দেশে। অনলাইন থেকে টাকা উপার্জনের বা নিজের ক্যারিয়ার গড়ার একটা বড় পথ আছে আর তা হল ই-কমার্স। সমস্যা হল এই ই-কমার্স নিয়ে কাজ করতে গেলেও আপনাকে যথেষ্ট জ্ঞানের অধিকারী হতে হবে এবং সর্ব প্রথম দরকার অনলাইন মার্কেটিং এর উপর বিস্তারিত ধারনা । এরই লক্ষে স্টাডি রায়হানার "e-Commerce Entrepreneurs of Bangladesh" ফেসবুক গ্রুপের উদ্যোগে টপ ট্রেন্ডজ এবং ইউনিএইড (মনির মল্লিক জহির) সহযোগিতায় প্রতি সপ্তাহের মতই ৩য় বারের মতো অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল মার্কেটিং এর উপর সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষনের আয়োজন। এই প্রশিক্ষনের মুল উদ্দেশ্য ছিলো তরুন উদ্যোগতাদের আমদানি-রপ্তানি কাজে উৎসাহিত করার।
পৃথিবীটা অত্যন্ত অল্প দিনের মধ্যে ডিজিটাল পৃথিবীতে পরিণত হতে চলেছে। মোবাইল ফোন, ল্যাপটপ, কর্মক্ষেত্রে ডেস্কটপ কম্পিউটার এবং আরো অনেক ইলেক্ট্রনিক্স এর মাধ্যমে ডিজিটাল কন্টেন্ট ব্যাবহার মানুষের একটি দৈনিক অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এবং বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানই এখনো তাদের বিপণন কৌশলে এটার প্রয়োজনীয়তা অনুভব করতে পারছেনা। সত্যিকার অর্থে ডিজিটাল মার্কেটিং অন্যান্য মার্কেটিং এর চেয়ে অনেক বেশি দ্রুত ,বহুমুখী বাস্তবসন্মমত। ডিজিটাল মার্কেটিং একই সাথে ভোক্তা এবং বিপননকারি উভয়েরই সমান উপকারে আসে।
ডিজিটাল মিডিয়া ভোক্তাদের তথ্য অ্যাক্সেস যে কোন সময় এবং তারা এটি করতে চান যে কোন স্থানে আছে যেন পরিব্যাপক হয়। সর্বস্বান্ত মানুষ আপনার পণ্য বা সেবা সম্পর্কে পেয়েছিলাম বার্তা তোমার কাছ থেকে এসেছি এবং আপনি তাদের জানতে চেয়েছিলেন শুধুমাত্র কি গঠিত যখন দিন চলে গেছে। ডিজিটাল মিডিয়া বিনোদন, খবর, কেনাকাটা এবং সামাজিক ইন্টারঅ্যাকশন একটি সদা বর্ধমান উৎস এবং ভোক্তাদের এখন না শুধু আপনার কোম্পানি আপনার ব্র্যান্ড সম্পর্কে বলেছেন, কিন্তু ইত্যাদি মিডিয়া, বন্ধু, আত্মীয়, সহকর্মীরা, কি বলছে সেটা যেমন উন্মুক্ত হয় এবং তারা আপনার চেয়ে তাদের বিশ্বাস করার সম্ভাবনা বেশি। মানুষ তাদের চাহিদা এবং পছন্দ মতন তারা বিশ্বাস করতে পারেন ব্রান্ডের, তাদের জানা যে কোম্পানি, ব্যক্তিগত এবং প্রাসঙ্গিক যোগাযোগ এবং অফার চান।
প্রশিক্ষণের শুরুতেই নিজের মতামত ও অভিজ্ঞতা প্রকাশ করেন স্টাডি রায়হানাএরপর একে একে নিজেদের শিক্ষা, জ্ঞান ও অভিজ্ঞতা তরুণদের মাঝে শেয়ার করতে থাকেন এসইও এক্সপার্ট মোহাম্মাদ সামিম, সানটেক এনার্জি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও আমদানি রপ্তানি অভিজ্ঞ মোঃ আব্দুল মোমেন।
বিনামূল্যে প্রশিক্ষণ সম্পর্কে স্টাডি রায়হানা বলেন "আমরা সর্বমোট ৭ টি ওয়ার্কশপ করার চিন্তা করেছি, ইতি পূর্বে ২ টি ওয়ার্কশপ আমরা সফল ভাবে সম্পন্ন করেছি আশা করছি সামনের গুলোও সঠিক ভাবে করতে পারবো। আজকের আমাদের মুল্ল উদ্দেশ্য ছিলো তরুন উদ্যোগতাদের রপ্তানি কাজে উৎসাহিত করা এবং আমদানি রপ্তানি সম্পর্কে ধারনা দেয়া।  ভবিষ্যতে আমরা  এটা আরও বড় করার কথা ভাবছি যাতে করে উদ্যোক্তা হতে ইচ্ছুক আরও অনেক ভাই বোনেরা বিনামুল্যে সঠিক দিক-নির্দেশনা পেতে পারে এবং ভবিষ্যতে এইরকম সেমিনারে ই-কমার্সের আরও অনেক বিষয় আলোচনা করা হবে।"
ওয়ার্কশপটিতে উপস্থিত ছিল ৪০ টির বেশি ইকমার্স কোম্পানির তরুন উদ্যোগতাবৃন্দ। প্রশিক্ষণ সম্পর্কে এক তরুন উদ্যোগতা বলেন "বছরের শেষ দিনে এক্সর্পোট ইমপোর্ট সম্পর্কে যা জানলাম সেটা টাকার বিনিময়ে সম্ভব ছিলো না। ধন্যবাদ রায়হানা খান আপু, তরুনদের জন্য এতো ত্যাগ স্বীকার করার জন্য!"
স্টাডি রায়হানা বলেন,"আমরা ধন্যবাদ দিব ইউনিএইড পরিবারকে যারা এতো কষ্ট করে এই সব কিছু আয়োজন করেছেন। প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে থাকা অরবিন্দ.কম এর সকল সদসসকে যারা ওয়ার্কশপটিকে কোন সমস্যা ছাড়াই সমাপ্ত করতে সক্ষম হয়েছেন। "

Comments