২০১১-১২ সেশনের ঢাবির অধিভুক্ত ৭ কলেজের ব্যাবহারিক ও মৌখিক পরীক্ষা নিবে জাতীয় বিশ্ববিদ্যালয়



গত ০১-০৪-১৭ তারিখে মাননীয় উপচার্যের সাথে
কলেজের অধ্যক্ষদের মিটিংয়ে গৃহীত সিন্ধান্ত সমূহ হুবহ
তুলে ধরা হলো....

সকল তথ্য পেতে আমাদের গ্রুপে যোগ দিন
https://www.facebook.com/groups/govcuDU



Buy Now For boishakh
                                        
১ / মাস্টার্স শেষ পর্ব,অনার্স ৩য় বর্ষ,ডিগ্রী (পাস) ১ম ও
৩য় বর্ষের ছাএছাএীদের মধ্যে যারা জাতীয়
বিশ্ববিদ্যালয়ের অধীনে ফরম পূরন করেছে... কিন্তু
পরীক্ষা অনুষ্ঠিত হয়য়নি... তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
অধীনে নতুন করে ফরম পূরন করতে হবে...এজন্য
ছাএছাএীদের নিকট থেকে কোন ফি নেওয়া হবে
না...পরীক্ষা কমিটি গঠন প্রশ্নপত্র প্রনয়ন ইত্যাদি কাজ
কলেজ অধ্যক্ষ ও পরীক্ষা নিয়ন্ত্রক আলোচনা করে
পরীক্ষা অনুষ্ঠানের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।
২/ যে সকল ছাএছাএীর জাতীয় বিশ্ববিদ্যালয়েরর
অধীনে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে কিন্তু ব্যাবহারিক
ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়নি তাদের প্রয়োজনীয় তথ্য
কলেজ কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ
করে পরীক্ষা অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়া হোক।
৩/ যে সকল ছাএছাএী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে
পরীক্ষায় অংশগ্রহন করেছে... ফলাফল স্হগিত আছে বা
ফলাফল প্রকাশিত হয়নি...তাদের ফলাফল প্রকাশের দায় দায়িত্ব
জাতীয় বিশ্ববিদ্যালয়েরর...এ বিষয়ে কলেজের
অধ্যক্ষগন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ
করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
৪/ কলেজে বিভিন্ন শিক্ষাবর্ষে ভর্তিকৃত ও
রেজিস্ট্রেশন প্রাপ্ত ছাএছাএীদের মধ্যে যারা বিশেষ
পরীক্ষায় ও গ্রেড উন্নয়ন করতে ইচ্ছুক.. তাদের
প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পরীক্ষা অনুষ্ঠানের
ব্যবস্থা নেওয়া হোক।
৫/ সাপ্তাহিক ছুটি শুক্রবার বাদে অনান্য দিনে পরীক্ষা
অনুষ্ঠানের তারিখ নির্ধারন করা হোক।
৬/ প্রত্যেক কলেজে পরীক্ষা কেন্দ্র স্থাপন করা
হোক....তবে এক কলেজের ছাএছাএীদের অন্য
কলেজ কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক।
৭/ যে সকল ছাএছাএীর জাতীয় বিশ্ববিদ্যালয়ের
রেজিস্ট্রেশন মেয়াদ উওীর্ন হয়ে গেছে..
প্রয়োজনীয় তথ্য জমা দেওয়া সাপেক্ষে তাদের
রেজিস্ট্রেশন প্রদান করা হোক।
৮/ মাস্টার্স শেষ পর্ব ও ডিগ্রী (পাস) ১ম বর্ষে ভর্তির
জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রনীত ২য় ও চূড়ান্ত
অপেক্ষমান মেধা তালিকা প্রেরনের জন্য জাতীয়
বিশ্ববিদ্যালয় ও অধ্যক্ষবৃন্দকে অনুরোধ করে
রেজিস্ট্রার দপ্তর কর্তৃক পএ প্রেরণ করা হোক।
৯/ কলেজ সমূহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে
ভর্তিকৃত ও রেজিস্ট্রেশন প্রাপ্ত ছাএছাএীদের
রেজিস্ট্রেশন নাম্বারসহ অনান্য প্রয়োজনীয় তথ্য
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করে ছাএছাএীদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন প্রদানের ব্যবস্থা
নেওয়া হোক।
১০/ যে সব কলেজে ডিগ্রী (পাস) কোর্স চালু সেই
সব কলেজ থেকে কোন ছাএছাএী বহিরাগত
পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহন করতে
ইচ্ছুক হলে... সেই সকল ছাএছাএীদের বিশ্ববিদ্যালয়ের
নিয়মঅনুযায়ী রেজিস্ট্রেশন প্রদান ও পরীক্ষা গ্রহনের
ব্যবস্থা নেওয়া হোক।
১১/ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রনীত কোর্স কারিকুলাম
অনুযায়ী আপাতত ছাএছাএীদের পরীক্ষা নেওয়া
হোক... কলেজে প্রচলিত কোর্স সমূহের কোর্স
দ্রুত সংশোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যায় করার যথাযত
ব্যবস্থা নেওয়া হোক।
১২/ কলেজগুলোতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ
সম্মান শ্রেনী, পাস কোর্স,ও মাস্টার্স কোর্সে
কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধার ভিওিতে
ছাএছাএী ভর্তির ব্যবস্থা নেওয়া হোক।
উল্লেখিত সিন্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহনের জন্য মাননীয় উপাচার্যের নির্দেশক্রমে
আপনাকে অনুরোধ করা হলো।

সেই সুবাদে খুব শিগ্রহি জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ প্রকাশ করবে


Comments