মোহাম্মাদ রনি:- জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য সেবা পেতে কল সেন্টার চালু করা হয়েছে। দেশ-বিদেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ এ কল সেন্টারের মাধ্যামে সেবা নিতে পারবে। শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ ধানমন্ডির নগর অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ ওই কলসেন্টার কার্যক্রম উদ্বোধন করেন।
Necessary phone number of Department of Examinations Controller
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যবস্থাকে গতিশীল, আধুনিক এবং সেবাদানকে সকলের দ্বারপ্রান্তে পৌঁছানোর উদ্দেশে এ যাবত গৃহীত পদক্ষেপসমূহের সঙ্গে এ কল সেন্টার প্রবর্তন হচ্ছে আরোও একটি যুগান্তকারী সংযোজন।” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার ওই তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ নোমান উর রশীদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, পরিচালক (আইসিটি) মোঃ মুমিনুল ইসলাম, প্রক্টর এইচ এম তায়েহীদ জামাল, পরিচালক (জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর) ফয়জুল করিম সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভিসি বলেন, “সারা দেশব্যাপী অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহের ২০ লক্ষাধিক শিক্ষার্থী, তাদের অভিভাবক ও অন্যান্য সেবা গ্রহীতাগণ বিভিন্ন বিষয়ে তথ্য জানার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতাসহ যে নানা বিড়ম্বনার শিকার হতেন, এ কল সেন্টার কার্যক্রম চালুর ফলে তার অবসান ঘটবে। দেশ-বিদেশের যে কোনো প্রান্ত থেকে কল সেন্টারের ০৯৬১৪-০১৬৪২৯ অথবা পরীক্ষা নিয়ন্ত্রক-০২৯২৯১০১৭ নম্বরে যোগাযোগ করে যে কেউ তাৎক্ষণিক তথ্য সেবা লাভ করতে পারবেন। Official Email Addresses & Phoneজাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য সবার আগে পেতে আমাদের গ্রুপে যোগ দিন এখানে ক্লিক করুন
Vice-Chancellor | vc@nu.edu.bd | 02 9291011 |
Pro Vice-Chancellor (Admin) | pro-vc-admin@nu.edu.bd | 02 9291012 |
Pro Vice-Chancellor (Academic) | pro-vc-academic@nu.edu.bd | 02 9291013 |
Treasurer | treasurer@nu.edu.bd | 02 9291014 |
Dean (School of Under Graduate Studies) | dean-ugse@nu.edu.bd | 02 9291068 |
Dean (Centre for Post-Graduate Studies, Training & Research) | dean-pgse@nu.edu.bd | 02 9291074 |
Dean (Centre for Curriculum Development & Evaluation) | dean-cur@nu.edu.bd | 02 9291076 |
Registrar | registrar@nu.edu.bd | 02 9291016 |
Director (Public Relations, Information & Counseling) | pr@nu.edu.bd | 02 9291036 |
Inspector of Colleges | inspector@nu.edu.bd | 02 9291028 |
Director (Center forCurriculum Development & Evaluation) | 0177 778 9040 | |
Librarian | librarian@nu.edu.bd | 0177 778 9041 |
Controller of Examinations | controller@nu.edu.bd | 02 9291017 |
Secretary, Vice-Chancellor Office | 02 9291053 | |
Director (Finance & Accounts) | director-fa@nu.edu.bd | 0177 778 9043 |
Director (Planning & Development) | director-pd@nu.edu.bd | 02 9291069 |
Director, ICT Department | director.ict.nu@gmail.com | 02 9291071 |
Director (Physical Education) | director-pe@nu.edu.bd | 02 9291054 |
Director(cc) RCMD | director.rcmd.nu@gmail.com | 02-9291015 |
Deputy Chief Medical Officer | 0177 778 9044 | |
Proctor | 9291033 | |
Deputy Registrar (Law) | 0177 778 9046 | |
Deputy Registrar (Admin) | 02 9291026 | |
Deputy Director (Information & Counseling Cell) | icc@nu.edu.bdicc.nubd@gmail.com | 0177 778 9049 |
Personal Secretary (Vice-Chancellor) | 0177 778 9050 | |
Deputy Registrar (Engineering & Transport) | 02 9291040 |
Sl. no | Section Name | Designation | Phone number |
1. | Masters Final Year | Deputy Controller | 9291047 |
2. | Masters Preliminary | Deputy Controller | 9291046 |
3. | Honour’s Part-4 | Deputy Controller | 9291031 |
4. | Honour’s Part-3 | Deputy Controller | 9291041 |
5. | Honour’s Part-2 | Deputy Controller | 9291052 |
6. | Honour’s Part-1 | Deputy Controller | 9291039 |
7. | Degree(Pass) | Deputy Controller | 9291038 |
8. | Professional | Deputy Controller | 9291042 |
9. | Certificate | Deputy Controller | 9291043 |
10. | General and Store | Deputy Controller | 9291017 |
11. | Detchpass | Deputy Controller | 9291017 |
12. | Moderation | Deputy Controller | 9291018-23/518 |
Information and Counseling CellRoom No-101, Academic BuildingTelephone: +880 2 9291059, Fax: +880 2 9291050 Cellphone: 0177 778 9049 E-mail: icc@nu.edu.bd, icc.nubd@gmail.com |
Comments
Post a Comment